Thursday, November 27, 2008

বেদনার কলি, তুমি

"বেদনার কলি, তুমি
ভালবেসে দাও বধু।
ফুল ফোটানোর ছলে
আমি ভরে দেব মধু।"

সারাক্ষণ মাথায় শুধু এই গান ঘুরছে। বধুও নাই, মধুও নাই। শুধু গানই আছে।

Thursday, November 20, 2008

লোকমান ফকির

আবার জমবে মেলা বটতলা হাটখোলা
অঘ্রাণে নবান্নে উৎসবে,
সোনার বাংলা ভরে উঠবে সোনায়
বিশ্ব অবাক চেয়ে রবে।

হাতের পাতায় হাতের স্মৃতি

(পরিবর্তিত: অগাস্ট ২৬, ২০১০)

গাছের পাতায় রোদের খেলার
স্মৃতিগুলো আজ গত
কুয়াশা ভেজা অন্ধকারে
হৃদয়ে জমেছে ক্ষত।


হাতের পাতায় হাতের স্মৃতি
একটু নরম ছোঁয়া
গল্পে গল্পে দিন চলে যাক
একি ছিল বেশী চাওয়া?


-------------------
গাছের পাতায় রোদের খেলা
কবেই হয়েছে গত
কুয়াশা ভেজা অন্ধকারে
হৃদয়ে হয়েছে ক্ষত।

হাতের পাতায় হাতের স্মৃতি
একটু নরম ছোঁয়া
গল্পে গল্পে দিন চলে যাক
অল্প ছিল চাওয়া।

Monday, November 17, 2008

সুখ নাইরে সুখ পরানের পাখি

Amar shukh naire..
Shukh poraner pakhi..
18 ta biya koira jelai jelai thaki..
Amar shukh naire..
Prothomete biya korlam jela Barishaaaaaal..
Bou er bari jaite pore hazar hazar khal..
Tarporete biya korlam jela Noakhaliiiiiii..
Bou amaar vallagena valo laage shaliiiii..
Tar porete biya korla jela shohor volaaaaaaa..
Bou er loge tanki mare pasher barir polaaaaaaa..
Amar shukh naire..
Shukh poraner pakhi..


মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়ে করে জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

পরথমে করলাম বিয়া জেলার নাম ঢাকা
বউ আমারে ভালবাসেনা চায় যে শুধু টাকা
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলার নাম ভোলা
বাসর রাইতে গিয়া দেখি বউয়ের কোলে পোলা,
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা পিরোজপুর
শ্বশুরবাড়ি যাইয়া শুনি শ্বশুর গরুচোর
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালি
বউরে আমার ভাল লাগে না ভাল লাগে শালী
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা বরিশাল
বিয়ার পরে বুইঝা গেলাম বউ বাজারের মাল
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

Wednesday, November 12, 2008

কর্ড: লুটপাট (ফিলিংস/নগরবাউল)

আমার খুব প্রিয় একটি গানের কর্ড। কোন এক অস্পষ্ট কারণে আজকে গানটা খুব মনের ভেতর বাজছে। এক বছর আগে কর্ডগুলো বের করেছিলাম। আজকে কিছু সংশোধন করলাম।


Am
চলতি পথে...
------G
যাদুকর ভালোবাসা
Am---------------------G
প্রেমিক ডাকাতের মত তোমাকে ছিনিয়ে নেবে।
C-----------G
মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা।
C------------G
হৃদয়ের চোরাপথে তুমি হারিয়ে যাবে।
Am---------
ও! তুমি লুটপাট হয়ে যাবে।
G
তুমি চৌচির হয়ে যাবে।

Am-----------------G
চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ম চুম্বন।
Am------------------G
তুমি দিশা হারা হয়ে যাবে, তুমি পথহারা হয়ে যাবে।
C----------G
অনন্ত আকাশে উড়ে যাবে ভালোবাসা।
C-----------G
অন্তরে মাঠেঘাটে তুমি সব বিকিয়ে দেবে।
Am---------------G
এই চোখে তাকিয়ো না তুমি লুটপাট হয়ে যাবে।

তরজনি উচিয়ে জ্বেলে দিব সবুজ আগুন।
তুমি নজরবন্দী হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে।
নিশাচর স্বপনে আততায়ী ভালোবাসা
ভবঘুরে এই বুক তোমাকে কাছে টেনে নেবে।

এই চোখে তাকিয়ো না লুটপাট হয়ে যাবে।

কৃতজ্ঞতা: লিরিক এখান থেকে সংগৃহীত। ধন্যবাদ ব্লগার হমপগ্র।
http://www.somewhereinblog.net/blog/Imrozblog/28780346

তুমি যদি নদী হও

কর্ডগুলো খুব সোজা, হঠাৎ গিটার নিয়ে নাড়াচাড়া করতেই কর্ডগুলো পেয়ে গেলাম। খারাপা লাগে না শুনতে।
১২ নভেম্বর, ২০০৮




জেমস (দুখিনী দু:খ করো না)
---------------------------------------

.....Am....Em
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চাঁদ
.....Am....Em
তুমি যদি গতি হও, আমি হব অনন্ত পথ।

G............C
আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ
G............C
আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ

.....Am....Em
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চাঁদ

G............C
তুমি লাজ রাঙা গোধূলি হলে, আমি হব সন্ধ্যা প্রদীপ
G............C
আবীর রঙে রাখব ভরে তোমার লাজুক হাসি