Wednesday, November 25, 2009

১৯

১৯টুকরো তোমার স্নৃতি লাল সাদা এক প্যাকেটে
বহন করি সারাটাক্ষণ নীল জ্যাকেটের পকেটে।

যখনই তোমায় মনে পড়ে
একটা স্মৃতি হাতে করে
লাইটারে দেই চাপ।
গভীর করে বুকে টেনে নেই
হারিয়ে যাওয়া
সুখ পোড়ানো তাপ।

তারপর শুধু ক্ষয়ে ক্ষয়ে যাওয়া
ছাই হয়ে শুধু পড়ে পড়ে যাওয়া
তারপরও তো যায়না মিলিয়ে
কার দেয়া সেই শাপ।
তোমার কথা ভাবাটা কি
আমার কোন পাপ?

No comments: