Sunday, July 11, 2010

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ (কর্ড)

some people already chorded it, have a look:
http://banglachords.blogspot.com/2008/11/gram-chara-oi-ranga-matir-poth.html
http://www.lyricsbangla.com/?sec=listing&lyricid=1018



The following is my chording, correction may be needed.


C G C
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
C G F C G C
আ-মা-র মন ভুলায় রে।

C
ওরে কার পাণে মন হাত বাড়িয়ে
F C
লুটিয়ে যায় ধূলায় রে আমার
Am C
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

C G F C
ও যে আমায় ঘরের বাহির করে
C F C
পায়ে পায়ে পায়ে ধরে
AM C
মরি হায় হায় রে।


ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চূলায় রে আমার
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।


ও কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কূলায় রে আমার
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

No comments: