কর্ড এখনও তোলা হয়নি, শুধু লিরিকটা লিখে রাখলাম। অরিজিনাল গানটা এফ স্কেলে আছে।
বহুদূরে/ আজ আমি, বসে আছি
আমি একা, বসে ভাবি, সারা বেলা
তোমাদেরই, কথা আজ, মনে পড়ে
যখন আমার, মনে হয়, আমি অসহায়
স্নেহের আচল ছড়িয়ে দিয়েছ, সারা দেহে হৃদয়ে
মমতা আজ পাইনা খুঁজে, অন্তরে
মা তুমি কত আদরের আজ বুঝি, দূরে গিয়ে (৩)
বাবা তুমি কেমন আছ। আজি লিখি সব কিছু
স্বপ্ন, শুধু দেখি, তোমরা কাছে আমার
যখন আমি ভাবি তোমায়, মা তোমায়
এই মন কেদে ওঠে
অশ্রু ফোটা গড়িয়ে পড়ে চিঠির পাতায়
এখনও কি তুমি আমায় বাবা, বক মনে মনে
সেই স্মৃতি, আজ হারাই,
কাছে, না পেয়ে তোমায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment